দশমিক (decimal) সংখ্যা পদ্ধতি

দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০। এতে ব্যবহৃত অংক গুলো হলঃ

0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

নিচে (1234)10 সংখ্যাটির স্থানীয়মান দেখানো হলঃ

1234
│││└ 4 × 100 =    4
││└─ 3 × 101 =   30
│└── 2 × 102 =  200
└─── 1 × 103 = 1000
              ──────
               1234

বাইনারি (binary) সংখ্যা পদ্ধতি

bi- ব্যবহৃত হয় দুই বুঝাতে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২। এতে ব্যবহৃত অংক গুলো হলঃ

0, 1

নিচে (1010)2 সংখ্যাটির স্থানীয়মান দেখানো হলঃ

1010
│││└ 0 × 20 =  0
││└─ 1 × 21 =  2
│└── 0 × 22 =  0
└─── 1 × 23 =  8
             ────
              10

(1010)2 এর দশমিক মান 5।

অক্টাল (octal) সংখ্যা পদ্ধতি

octa ব্যবহৃত হয় ৮ বুঝাতে। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮। এতে ব্যবহৃত অংক গুলো হলঃ

0, 1, 2, 3, 4, 5, 6, 7

নিচে (1357)8 সংখ্যাটির স্থানীয়মান দেখানো হলঃ

1357
│││└ 7 × 80 =   7
││└─ 5 × 81 =  40
│└── 3 × 82 = 192
└─── 1 × 83 = 512
             ─────
              751

(1357)8 এর দশমিক মান 751।

হেক্সাডেসিম্যাল (hexa-decimal) সংখ্যা পদ্ধতি

hexa ব্যবহৃত হয় ১৬ বুঝাতে। হেক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬। এতে ব্যবহৃত অংক গুলো হলঃ

0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F

নিচে (1A2B)8 সংখ্যাটির স্থানীয়মান দেখানো হলঃ

1A2B
│││└ 11 × 160 =   11
││└─  2 × 161 =   32
│└── 10 × 162 = 2560
└───  1 × 163 = 4096
               ──────
                6699

(1A2B)16 এর দশমিক মান 6699।

নিচে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতিতে গণনা দেখানো হল।

 Decimal │ Binary │ Octal │ Hexa
       0 │      0 │     0 │    0
       1 │      1 │     1 │    1
       2 │     10 │     2 │    2
       3 │     11 │     3 │    3
       4 │    100 │     4 │    4
       5 │    101 │     5 │    5
       6 │    110 │     6 │    6
       7 │    111 │     7 │    7
       8 │   1000 │    10 │    8
       9 │   1001 │    11 │    9
      10 │   1010 │    12 │    A
      11 │   1011 │    13 │    B
      12 │   1100 │    14 │    C
      13 │   1101 │    15 │    D
      14 │   1110 │    16 │    E
      15 │   1111 │    17 │    F
      16 │  10000 │    20 │    10
      .  │      . │     . │    .
      .  │      . │     . │    .
      .  │      . │     . │    .

একই সংখ্যার মান বিভিন্ন সংখ্যা পদ্ধতি অনুযায়ী আলাদা হয়। যেমনঃ 10 এর মান বাইনারিতে 2, অক্টালে 8, হেক্সাডেসিম্যালে 16।